আ.লীগ নেতার বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদের বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ জুন) সকালে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন আব্দুর রশিদ। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এসব তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় বাড়ির সামনে এ ধরনের বস্তু রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’’
ওসি বলেন, ‘‘খবর পেয়ে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকি চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’’
ঢাকা/ফারুক/রাজীব