ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পলাতক ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ২ জুন ২০২৫   আপডেট: ২১:২১, ২ জুন ২০২৫
পলাতক ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সেবাবঞ্চিত নাগরিকরা।

সোমবার (২ জুন) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা জানান, গত ৫ আগস্টের পর থেকে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু পলাতক। এর ফলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরিষদের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন কাজও আটকে আছে। মানববন্ধনে ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে অপসারণের দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা বাবু, মইদুল ইসলাম, মাহবুর রহমান, আমিনুল ইসলাম, বশির আলী, আব্দুর বারি প্রমুখ।

ঢাকা/শিয়াম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়