ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোরবানির গরু নিয়ে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৩ জুন ২০২৫   আপডেট: ১৩:৩৪, ৩ জুন ২০২৫
কোরবানির গরু নিয়ে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

নিহত পারভেজ (ছবি : সংগৃহীত)

কক্সবাজারের রামুতে কোরবানির গরু নিয়ে ফেরার পথে ডাকাত দলের ছুরিকাঘাতে পারভেজ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় ডাকাতরা এ হামলা চালায়।

নিহত পারভেজ ওই ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে।

আহতরা হলেন, দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়ার আহমদ হোসেনের ছেলে ফোরকান এবং একই এলাকার আহমদ হোসেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকজন ব্যক্তি গর্জনিয়া বাজার থেকে কোরবানির গরু নিয়ে ফেরার পথে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে একদল ডাকাত তাদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতদের একজনকে ধরে ফেললে তাকে ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দলটি।’’

তিনি আরও জানান, হামলায় গুরুতর আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/তারেকুর/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়