ময়মনসিংহ সীমান্তে ২২ জনকে ঠেলে দিলো বিএসএফ
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঠেলে দেওয়ার পর তাদের আটক করে বিজিবি।
ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে ২২ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ১২ জন নারী, ৮ জন পুরুষ এবং দুইজন শিশু।
মঙ্গলবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবি ময়মনসিংহ সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে গতকাল সোমবার রাতে হালুয়াঘাটের মুন্সিরহাট সীমান্ত দিয়ে ১২ জন এবং ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দেয় করে ভারত। পরে তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা জানিয়েছে, বিভিন্ন সময় তারা দাদালের মাধ্যমে কাজের সন্ধানে ভারত গিয়েছিল। গুজরাটে কাজ করতো। কিছুদিন আগে ভারত পুলিশ তাদের আটক করে। পরে কলকাতায় এনে বিএসএফের মাধ্যমে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
ঢাকা/মিলন/এস