ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুতার সোলে ২ কোটি টাকার স্বর্ণ, আটক ১

যশোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৩ জুন ২০২৫   আপডেট: ১৪:২১, ৩ জুন ২০২৫
জুতার সোলে ২ কোটি টাকার স্বর্ণ, আটক ১

গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে লিটন রায়কে আটক করে বিজিবির একটি টহলদল

যশোরে ১২ পিস স্বর্ণের বারসহ লিটন রায় নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব স্বর্ণের দাম ২ কোটি টাকার বেশি। 

সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে লিটনকে আটক করে বিজিবি। তার জুতার সোলের ভিতর থেকে স্বর্ণের বারগুলো বের করা হয়। লিটন রায় ঢাকার শাঁখারি বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে লিটন রায়কে আটক করে বিজিবির একটি টহলদল। এ সময় তার জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম; যার বাজারমূল্য দুই কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা।

তিনি আরো জানান, লিটন রায় ঢাকা থেকে যশোর হয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। ঝিনাইদহ সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল তার। ঢাকার শাঁখারি বাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করা হয়েছে।

স্বর্ণসহ আটক লিটন রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/প্রিয়ব্রত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়