ছিনতাইকারীদের লাঠির আঘাতে আহত পুলিশ কর্মকর্তা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে ছিনতাইকারীদের কবলে পড়েছেন রেজাউল করিম (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। তাদের লাঠির আঘাতে আহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (৩ জুন) ভোরে রাজশাহীর মতিহার থানাধীন সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
এসআই রেজাউল করিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সম্প্রতি ময়মনসিংহে তার বদলির আদেশ হয়েছে। তার পরিবার রাজশাহীতে থাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রেজাউল করিম ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেল নিয়ে তিনি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লাঠি দিয়ে তার ডান হাঁটু ও ডান হাতে আঘাত করে।
স্থানীয়রা ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তিনি ওই হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেছেন, “ছিনতাইয়ের শিকার হওয়ার পর মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এসআই রেজাউল করিমের ব্যাগ ও মোটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে নিয়েছেন। রেজাউল হাসপাতালে থাকায় বিস্তারিত জানতে পারিনি।”
তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আবদুল মালেক।
ঢাকা/কেয়া/রফিক