ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে ২০ মামলার আসামি সন্ত্রাসী মুসা গ্রেপ্তার 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৩ জুন ২০২৫  
দিনাজপুরে ২০ মামলার আসামি সন্ত্রাসী মুসা গ্রেপ্তার 

গ্রেপ্তারকৃত ২০ মামলার আসামি মুসা

দিনাজপুরের কুখ্যাত সন্ত্রাসী ২০ মামলার পলাতক আসামি মুসাকে (২৮) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

মঙ্গলবার (৩ জুন) ভোরে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে একটি চাপাতি ও মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। মুসা জেলা শহরের বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।

আরো পড়ুন:

মারুফাত হুসাইন জানান, আজ মঙ্গলবার (৩ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি দল সরকারি কলেজ মোড়ে অভিযান চালায়। অভিযানে মুসাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

তিনি আরো জানান, মুসার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। তাকে রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হবে।  

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়