ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ৫৭ কেজি মাদকসহ গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৩ জুন ২০২৫  
রাজশাহীতে ৫৭ কেজি মাদকসহ গ্রেপ্তার ১

গাঁজাসহ রাব্বীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ ফজলে রাব্বী হৃদয় (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াপাড়া গ্রামে কুদ্দুস মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ৫৭ কেজি গাঁজাসহ রাব্বীকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহিম মোল্লা নামে একজন পালিয়ে যান।

এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাব্বীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি নয়াপাড়া গ্রামে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়