ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ছুরিকাঘাতে ওয়াসার শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৩ জুন ২০২৫  
খুলনায় ছুরিকাঘাতে ওয়াসার শ্রমিক নিহত

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা হরিজন কলোনিতে ঘটনাটি ঘটে। নিহত সবুজ সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, “নিহত সবুজ ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাচিবুনিয়ার বাসিন্দা। সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনিতে রাতে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।” 

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “রাতে সেখান থেকে বের হওয়ার পর ৪-৫ জন যুবক সবুজের ওপর হামলা করে। তারা ছুরি দিয়ে সবুজের পেটের নিচে আঘাত করে। সবুজের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।”

এসআই আব্দুল হাই বলেন, “স্থানীয়রা হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কথা বলছে না। অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি মাদক সংক্রান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়