ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধভাবে মধুমতির বালু উত্তোলন, জরিমানা আদায়

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ৩ জুন ২০২৫  
অবৈধভাবে মধুমতির বালু উত্তোলন, জরিমানা আদায়

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক সাইদুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল গ্রামের বালুর চর এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

আরো পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আস্তাইল গ্রামে বালুর চর এলাকায় আদালত কর্তৃক ইজারা স্থগিত রয়েছে। আদালতের আদেশ অমান্য করে আজ সকালে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে সাইদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ড্রেজারের মালিককে এক লাখ টাকা জরিমানা করে।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র বলেন, “বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়