ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

ঝিনাইদহে সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৪ জুন ২০২৫  
ঝিনাইদহে সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

ইউনুছ আলী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় আহত ইউনুছ আলী (৬০) মারা গেছেন।

বুধবার (৪ জুন) ভোরে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে ওই ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

আরো পড়ুন: ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আরো পড়ুন:

ইউনুছ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাইপো অ্যাডভোকেট জিল্লুর রহমান। ইউনুছ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।

এদিকে, সংঘর্ষের ওই ঘটনায় অপর নিহত মহব্বত আলীর ছেলে এনামুল হক মঙ্গলবার (৩ জুন) বিকেলে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। তিনি মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ নাম না জানা আরো ৩০/৪০ জনকে আসামি করেছেন।  

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলাম মোল্লার সঙ্গে অপর পক্ষ আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত রবিবার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম ও আরিফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে মহব্বত হোসেনকে ফরিদপুরে রেফার্ড করা হয়। রবিবার দুপুরে ফরিদপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

ছোট তালিয়ান গ্রামের তরিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে নজরুল ইসলাম মোল্লার সমর্থক মহব্বত আলীর নিহতের খবর এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩৫/৪০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় গরু, ধান ও ঘরের আসবাবপত্র নিয়ে গিয়েছে। বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছি। পানি খাওয়ার একটি গ্লাসও বাড়িতে অবশিষ্ট নেই।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‍“দুই পক্ষের সংঘর্ষে আহত ইউনুছ আলী মারা গেছে। এ নিয়ে দুইজন মারা গেছেন।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়