ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন, যানজট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৪ জুন ২০২৫   আপডেট: ১৭:২৫, ৪ জুন ২০২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন, যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গরু নামিয়ে দিয়ে কয়েকজন যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিল।

আরো পড়ুন:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ট্রাকটি যানজটে আটকা পড়ে। এসময় হঠাৎ ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। পেছনে থাকা যাত্রী, ট্রাকচালক ও হেলপার দ্রুত ট্রাক থেকে নেমে প্রাণ বাঁচান।

মুহূর্তের মধ্যে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, যানজটে ট্রাকটি যখন দাঁড়িয়েছিল, তখন নীচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’’

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, ‘‘ট্রাকে আগুন লাগার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়