ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৪ জুন ২০২৫   আপডেট: ১৯:২৯, ৪ জুন ২০২৫
চকরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক

ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক নুরুল আলম অস্ত্র তৈরির কারিগর।

মঙ্গলবার (৩ জুন) উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈইন্ন্যামারঘোনা এলাকা থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক নুরুল আলম ওই এলাকার আব্দুল বাচ্চুর ছেলে।

আরো পড়ুন:

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি দেশীয় অস্ত্রের তৈরি কাঠের বাটসহ বডি, ৩৬টি দেশীয় অস্ত্র তৈরির ব্যারেল, ৫টি গুলির খালি খোসা, দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত একটি ওয়েল্ডিং মেশিন ও ৪টি অস্ত্র তৈরির বাটের সরঞ্জাম।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগরকে আটক করা হয়েছে। নুরুল আলম দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরি করে আসছিলেন। এর আগেও, র‌্যাব তাকে আটক করেছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়