ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার গাড়ির চাপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৫ জুন ২০২৫  
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার গাড়ির চাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে গাড়ির চাপ রয়েছে। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়েছেন। 

মূলত ভাটিয়ারি এলাকায় ঢাকামুখী লেনে একটি দুর্ঘটনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানান, বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ঢাকামুখী লেনে একটি ট্রাকে পেছন থেকে দুইটি গাড়ি একের পর এক ধাক্কা দেয়। প্রায় আধঘণ্টার মতো সড়ক যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে শুরু করে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হানিফ পরিবহনের একটি বাসের সুপারভাইজার মোজাম্মেল হোসেন বলেন, “চট্টগ্রামের সিটি গেইট থেকে সীতাকুণ্ড পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট রয়েছে। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।” 

চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী শ্যামলী পরিবহনের যাত্রী মোহাম্মদ পারভেজ বলেন, “সীতাকুণ্ডে আটকে ছিলাম। দুপুর ১২টার পর থেকে বাস ধীর গতিতে থেমে থেমে চলছে।” 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, পুলিশের একাধিক টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন প্রান্তে কাজ করছে। চট্টগ্রাম জেলা পুলিশও রয়েছে। অল্প সময়ের মধ্যেই সীতাকুণ্ড মিরসরাই অংশে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়