ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ, চলছে ধীর গতিতে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ৫ জুন ২০২৫   আপডেট: ১৬:০৭, ৫ জুন ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ, চলছে ধীর গতিতে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু এলাকায় ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টার পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার দোগাছি পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ‘‘এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ রয়েছে। বেলা ১১টার পর চাপ কিছুটা কমতে শুরু করেছে। তবে, যানবাহনের সারি পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগরের দোগাছি এলাকার সাত কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।’’

পদ্মা সেতু সাইট অফিসের প্রকৌশলী আবু সাদ বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯ লাখ ৬ হাজার ১৫০ টাকা। এসময় উভয় প্রান্তে চলাচল করেছে ৩৭ হাজার ৪৬৫টি যানবাহন।’’

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়