নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই ইউনিয়নের নুরুদ্দিনের ছেলে সিয়াম (৩) ও ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু বসতঘরের সামনে খেলা করছিল। হঠাৎ তাদের সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখেন স্বজনেরা। দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে, থানায় কেউ কিছু জানায়নি।’’
ঢাকা/সুজন/রাজীব