ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলে দেওয়া হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৫ জুন ২০২৫   আপডেট: ২১:১৬, ৫ জুন ২০২৫
খুলে দেওয়া হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র

ফাইল ফটো

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাদাপাথর পর্যটনকেন্দ্রর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। শুক্রবার (৬ জুন) থেকে পর্যটকরা সাদাপাথর পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারবেন।

ইউএনও আজিজুনন্নাহার বলেন, ‘‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাদাপাথর পর্যটনকেন্দ্র ডুবে গিয়েছিল। এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে গত ৩০ মে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার এটি খুলে দেওয়া হয়েছে।’’

ঢাকা/নূর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়