ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাতেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১০ কি‌লো‌মিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ৫ জুন ২০২৫   আপডেট: ২২:০১, ৫ জুন ২০২৫
রাতেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১০ কি‌লো‌মিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যানজট পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে এলেঙ্গা থেকে দরুন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

এর আগে, বুধবার মধ্যরাত থেকে এই মহাসড়কে যানজট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো লাখ লাখ মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি হচ্ছে।

মাইক্রোবাস চালক জুলহাস মিয়া বলেন, ‘‘দুই ঘণ্টার সড়ক ১১ ঘণ্টায় এসেছি। কত ঘণ্টায় যমুনা সেতু পার হব জানি না।’’

বাসযাত্রী লোকমান ফকির বলেন, ‘‘বাইপাইল থেকে সকালে বাসে উঠেছি। রাত ৮টায় এখন মাত্র টাঙ্গাইল। কখন বগুড়া যাব জানি না। ৭০০ টাকার ভাড়া ১৮০০ টাকা দিয়েছি। তবু, ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পারছি না।’’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. শরিফ বলেন, ‘‘মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। বাম্পার টু বাম্পার গাড়ি যাচ্ছে। স্বাভাবিক হতে সময় লাগবে।’’

যমুনা সেতু সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪৯ হাজার ৫৫৭টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৮ হাজার ৫৫০ টাকা।

ঢাকা/কাওসার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়