টাঙ্গাইলে যমুনা সেতু সড়কে যানবাহন চলছে থেমে থেমে
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ২৫ কিলোমিটারে থেমে থেমে যানবাহন চলছে
অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ২৫ কিলোমিটারে থেমে থেমে যানবাহন চলছে। মাঝরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে ঘারিন্দা পর্যন্ত এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এতে ঈদে ঘরমুখো উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট পাচ্ছে।
ঢাকা থেকে রাজশাহীগামী বাসের যাত্রী সুলতান বলেন, ‘‘যেখানে ৫ ঘণ্টায় বাড়ি যেতে পারি। আজকে ১৩ ঘণ্টাও টাঙ্গাইল সদর উপজেলা ছাড়তে পারলাম না। গরমে বাসে বসে কষ্ট পেতে হচ্ছে।’’
পাবনাগামী বাসের যাত্রী রাসেল মিয়া বলেন, ‘‘৪০০ টাকার ভাড়া ১ হাজার টাকা দিয়ে যাচ্ছি। তারপর পথে যানজটে কষ্ট হচ্ছে।’’
বাসের নারী যাত্রী রুমা বেগম বলেন, ‘‘সব জায়গায় নারীদের ভোগান্তি বেশি। যানজটে শিশু সন্তান নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজটে আছি প্রায় ৬ ঘণ্টা ধরে। এর আগে গাজীপুর, চন্দ্রায়ও যানজটে ছিলাম।’’
শুক্রবার (৬ জুন) সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
ঢাকা/কাওছার/বকুল