ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে ২ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৬ জুন ২০২৫  
টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে ২ জন নিহত

কালিহাতী উপজেলার ইন্নিবাড়ী এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে ১ ব্যক্তি নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া উপজেলার নাগবাড়ীতে বাসের ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছে। 

শুক্রবার (৬ জুন) বেলা ১১টার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ী এলাকায় ট্রেনে ও উপজেলার নাগবাড়ী এলাকায় বাসের ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে বসে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় ট্রেন থামেনি। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

একই উপজেলার নাগবাড়ী এলাকায় পাবনাগামী বাসের ছাদ থেকে পড়ে রানা নামে এক যাত্রী মারা যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বাসটি সখীপুর হয়ে কালিহাতী দিয়ে পাবনায় যাচ্ছিল। পথে ওই ব্যক্তি শরীর খারাপ লাগলে বাসের ছাদে উঠে বসেন। সেখান থেকে পড়ে গিয়ে তিনি মারা যান।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ গ্রামে যাচ্ছে। এতে বাসে বা ট্রেনে স্থান সংকুলন না হওয়ায় অনেকে ঝুঁকি নিয়ে বাসের বা ট্রেনের ছাদে চড়ে বসেন।    
 

ঢাকা/কাওছার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়