ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈরী আবহাওয়া: খুলনা সার্কিট হাউস মাঠে হচ্ছে না ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ৬ জুন ২০২৫   আপডেট: ০৮:২১, ৭ জুন ২০২৫
বৈরী আবহাওয়া: খুলনা সার্কিট হাউস মাঠে হচ্ছে না ঈদের জামাত

বৈরী আবহাওয়ার কারণে খুলনা সার্কিট হাউজ মাঠে এবার ঈদুল আজহার কোনো জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার (৬ জুন) মুষলধারে বৃষ্টিপাতে মাঠ কর্দমাক্ত হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরো পড়ুন:

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে, সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় ও ১০টায় হবে তৃতীয় জামাত।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, বিকেলে খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউজ মাঠ ঈদ জামাত আয়োজনে উপযুক্ত নয়।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়