ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট: খালেদ হোসেন 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৭ জুন ২০২৫   আপডেট: ১৩:১০, ৭ জুন ২০২৫
ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট: খালেদ হোসেন 

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল

বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ‍“নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এখন পর্যন্ত ডিসেম্বরে নির্বাচন নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট।”

তিনি বলেন, “শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার ব্যাখ্যাটি ভুল। বিএনপির সঙ্গে ৩৬টি দল আছে, যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।”

আরো পড়ুন:

শনিবার (৭ জুন) সকাল ৮টায় জেলা শহরের কাজীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “গত বছরের ৫ আগস্ট থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত একটা লম্বা সময়। এই সময় যথেষ্ঠ সংস্কারের জন্য। আমার মনে হয়, সংস্কার যদি করতে হয়; এক বছরই যথেষ্ঠ। অন্তর্বর্তীকালীন সরকার সময় নষ্ট করছে। এটাও আমাদের কাছে প্রশ্নবিদ্ধ।”

আগামী এপ্রিলে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে সংগঠনের দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জাতিকে প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। 

কাজীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতে ইমামতি করেন জেলা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু বক্কর।  নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়। 

নমাজে জেলা প্রশাসক মো. দিদারুল আলম, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মুবারক হোসেন আকন্দ, এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়