ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেরি থেকে নদীতে পড়ল অটোরিকশা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৭ জুন ২০২৫   আপডেট: ২০:৫৬, ৭ জুন ২০২৫
ফেরি থেকে নদীতে পড়ল অটোরিকশা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেরি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নদীতে পড়ে গেছে। স্থানীয়রা অটোরিকশায় থাকা চার যাত্রীর মধ্যে দুজনকে উদ্ধার করলেও এখনো দুই নারী নিখোঁজ রয়েছেন।

শনিবার (৭ জুন) ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ দুই নারী হলেন- খালেদা বেগম (৪০) ও ফারজানা আক্তার (১৯)।

উদ্ধার হওয়া দুই জন হলেন- খালেদা বেগমের ছেলে কামাল হোসেন ও ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী অটোরিকশাটি বিশনন্দী ঘাট থেকে ফেরিতে উঠে। ফেরি ছাড়ার দুই মিনিট পরই অটোরিকশাটি নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির পাশে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। ফেরি সামান্য কাত হয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান বলেন, ‘‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয়রা দুই পুরুষ যাত্রীকে জীবিত উদ্ধার করলেও অটোরিকশায় থাকা দুই নারী এখনো নিখোঁজ রয়েছেন।’’

ঢাকা/অনিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়