বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আব্দুর আজিজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
শনিবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। আজিজ ওই গ্রামের মোশাররফ হোসেন চৌধুরীর ছেলে।
আহতরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সঙ্গে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এই সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে, ৩০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. হিটলার বিশ্বাস বলেন, ‘‘দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’
ঢাকা/বাদল/রাজীব