হবিগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) বিকেলে ঘটনাটি ঘটে বলে জানান মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদ খাঁন এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আওয়ামী লীগের নেতা বেনু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গতকাল বিকেলে মাসুদ খান গ্রুপের হাজী মহিবউল্লাহ বেজুড়া গ্রামের বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। বেজুড়া বাসস্টেশন এলাকায় বেনু মিয়ার লোকজন তার ওপর হামলা চালায়। পরে এ ঘটনায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- বশির উল্লাহ (৩০), লাখাছ মিয়া (২৫), গাজী মিয়া (৩৫), ইমানউল্লাহ (৪০), রাফিউল্লাহ (২৪), মুখলেছ মিয়া (৩৫), মহিবউল্লাহ (৭০), শের আলী (৫০), হোসাইন মিয়া (৩২), বাছির মিয়া (৩০), তাউস মিয়া (৬০), ওমর ফারুক (২৫), আব্দুর রহমান (৩৫), আকাশ মিয়া (২৪), মেহেদী হাসান (২২), মোবারক মিয়া (৫০) ও হারিছ মিয়াকে (৪৫) মাধবপুর, ব্রাহ্মণবাড়ীয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ঢাকা/মামুন/মাসুদ