চামড়া কিনে মৌসুমি ব্যবসায়ীদের মাথায় হাত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে চামড়া কিনে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। বিক্রি করতে না পেরে চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন তারা। রবিবার (৮ জুন) দিনভর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পরিত্যক্ত চামড়া রাস্তা থেকে ট্রাকে তুলে ফেলে দেওয়ার জন্য নিয়ে যেতে দেখা গেছে।
মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী ও জেলার অনেকে গ্রাম থেকে চামড়া কিনে লাভের আশায় শহরে নিয়ে এসেছিলেন। কিন্তু, আড়তদাররা চামড়া কিনতে রাজি হয়নি। বাধ্য হয়ে চামড়া রাস্তায় ফেলে দিতে হয়েছে।
সোলায়মান নামের এক মৌসুমি ব্যবসায়ী বলেন, ‘‘চামড়ার ব্যবসায় প্রায় ২ লাখ টাকা বিনিয়োগ করেছিলাম। ঈদের দিন বিভিন্ন গ্রাম ঘুরে ২০০ থেকে ৩০০ টাকা দড়ে চামড়া কিনি। সন্ধ্যায় সব চামড়া শহরে নিয়ে আসার পর কোনো আড়ত মালিক চামড়া কিনতে রাজি হননি। শেষে ১০০ টাকা দরে চামড়া বিক্রি করতে রাজি ছিলাম, তাও নেয়নি। পরে সব চামড়া রাস্তায় ফেলে দেই।’’
একই ধরনের কথা বলেছেন মিরসরাইয়ের মৌসুমি চামড়া ব্যবসায়ী হাফিজুর রহমান। তিনি বলেন, ‘‘২০০টি চামড়া নিয়ে শহরে এসেছিলাম। কিন্তু, বিক্রি করতে পারিনি। সব চামড়া রাস্তায় ফেলে চলে এসেছি। চামড়া কেনার টাকা, ভাড়া সবই লোকসান হয়েছে।’’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘‘রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার রাস্তা ও ডাস্টবিন থেকে শত শত চামড়া ট্রাকে করে নিয়ে ফেলে দিয়েছি। অনেক রাস্তায় এখনো চামড়া পড়ে আছে।’’
বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির নেতা মাহবুবুল আলম বলেন, ‘‘মৌসুমি চামড়া ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হয়েছিল। সরকার শুধু লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে, কাঁচা চামড়ার নয়। কিন্তু, অনেকে বিষয়টি না বুঝে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’’
ঢাকা/রেজাউল/রাজীব