ঈদে নানার বাড়ি বেড়াতে এসে নদে ডুবে শিশুর মৃত্যু
যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
যশোরের চৌগাছায় নানার বাড়িতে বেড়াতে এসে কপোতাক্ষ নদে ডুবে শোয়েব হাসান (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শোয়েব যশোর সদর উপজেলার নওদাপাড়া এলাকার কোরবান মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন শোয়েব নানার বাড়ি বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে সমবয়সীদের সঙ্গে গোসলে নামে সে। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় শিশুটি।
খবর পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে শোয়েবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘‘পানিতে ডুবে এক শিশু মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব