ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসিনা মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৮ জুন ২০২৫  
হাসিনা মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে: আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘‘গত ১৬ বছর স্বৈরাচার হাসিনা মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে। হরণ করেছে গণতন্ত্র। দিনের ভোট করেছে রাতে। জনগণকে বঞ্চিত করেছে তাদের নাগরিক অধিকার থেকে। এখন সময় এসেছে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার।’’

রবিবার (৮ জুন) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আমান উল্লাহ আমান বলেন, ‘‘দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেলেও এখনো তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। স্বাধীন দেশে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে বেছে নেবে। জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়