কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিলফুল ফুযুল যুব সংগঠনের উদ্যোগে রবিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে মাদকবিরোধী এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন’ এবং ‘আপনার সন্তান কার সঙ্গে মিশছে, খোঁজ রাখছেন তো?’— এই শক্তিশালী বার্তাগুলো তুলে ধরে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল এলাকায় মাদকের বিস্তাররোধ এবং যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
এ সময় মাদকবিরোধী একটি মিছিল গাজীপুর-ইটাখলা আঞ্চলিক মহাসড়কের তালতলা থেকে শুরু হয়ে রাথুরা বাজার হয়ে জাকির মার্কেটে গিয়ে শেষ হয়। এতে এলাকার তরুণ, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজ সচেতন নাগরিকরা অংশ নেন। মিছিলে সবার হাতে ছিল সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।
হিলফুল ফুযুল যুব সংগঠনের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
সংগঠনের সহ সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান, সাংবাদিক রফিক সরকার, হিলফুল ফুযুল যুব সংগঠনের সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমাদ, ক্যাশিয়ার হাফেজ মাওলানা মুফতী আরিফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “আজকের তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তাই তাদের সুস্থ ও মাদকমুক্ত রাখা সামাজিক দায়িত্ব।” তারা আরো বলেন, “পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় মাদকের ভয়াল ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।”
‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’— আহ্বান জানিয়ে আয়োজক হিলফুল ফুযুল যুব সংগঠন ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
ঢাকা/রফিক/বকুল