ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দিবে ইসি: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ৯ জুন ২০২৫   আপডেট: ১৯:০৯, ৯ জুন ২০২৫
যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দিবে ইসি: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনী রোড ম্যাপ দেবে।’’

সোমবার (৯ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোর আগে একটি ভাবনার বিষয় ছিল যে- স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এখন আর সেই সুযোগ নেই।’’

স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা বিঘ্নিত হচ্ছে।’’

‘‘এদিকটা চিন্তা করে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা কমিশনকে বলতে পারি। সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে থেকেই ইতিবাচক ছিল।’’- যোগ করেন এই উপদেষ্টা।

গণমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, সেটা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।’’

ঢাকা/রুবেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়