ফ্যাসিস্ট পালিয়ে গেলেও ষড়যন্ত্র এখনো চলছে: এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা চলছি। এই সংগঠন (বিএনপি) ও জিয়া পরিবারকে এ দেশের মানুষ এমনভাবে গ্রহণ করেছে, যা অন্য কোনা পরিবারকে করেনি।’’
তিনি বলেন, ‘‘জিয়া পরিবার ছাড়া বাংলাদেশের অন্য কোনো পরিবার এত দরদ ও ভালোবাসা নিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেনি। বরং উল্টোটা করেছে। মনে আছে, স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচার ৭২-৭৩-৭৪ ও ৭৫ এর দুর্ভিক্ষ ও দুঃশাসনের কথা। গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা কীভাবে দেশ শাসন করেছে। আজ ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে।’’
সোমবার (৯ জুন) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘‘বর্তমান সরকার নির্বাচনের কথা বলেছে। কিন্তু, এপ্রিল মাসে রোজার মধ্যে নির্বাচন হলে প্রচারণায় সমস্যা হবে। তাই রোজার আগেই যেন ভোট হয়, সেটা বিবেচনার দাবি রাখছি।’’
তিনি বলেন, ‘‘প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছেন। গণমাধ্যমে দেখেছি, সেখানে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাত হতে পারে। যদি হয়, জনগণ খুশি হবে। গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই বৈঠক জরুরি।’’
ঢাকা/লিটন/রাজীব