ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী দিনের রাজনীতি হবে জনতার: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, রংপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৯ জুন ২০২৫   আপডেট: ২২:১২, ৯ জুন ২০২৫
আগামী দিনের রাজনীতি হবে জনতার: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘‘আগামী দিনের রাজনীতি হবে জনতার। জনগণের কল্যাণে নিবেদিত থাকবে জনপ্রতিনিধিরা। কাঙ্ক্ষিত উন্নয়নে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।’’

সোমবার (৯ জুন) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলায় ইউনিভার্সিটি মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সম্প্রীতির ঐক্য সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আখতার হোসেন বলেন, “নির্বাচনের প্রতিশ্রুতি দিতে নয়, সারাজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে আজ মঞ্চে দাঁড়িয়েছি।”

তিনি উল্লেখ করেন, তার দল এনসিপি তিস্তা মহাপরিকল্পনা, রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করে রংপুরকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার করেন আখতার হোসেন।

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়