সাভারে চামড়া সংগ্রহ ৩.৭৮ লাখ, সিইটিপি নিয়ে ফের উদ্যোগে সরকার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাভারের বিসিক চামড়া শিল্পনগর পরিদর্শনে গিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সভা করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার তোলা ছবি
চামড়া সংগ্রহ ও মূল্য নিশ্চিত করতে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “আমাদের চেষ্টা ছিল চামড়া ভালোভাবে সংগ্রহ করা এবং বিক্রেতারা যেন সরকার নির্ধারিত মূল্য পান তা নিশ্চিত করা।”
কিছু জায়গায় লবণ দিতে দেরি ও ত্রুটির কারণে চামড়া নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (৯ জুন) দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্পনগর পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সভা করেন তিনি। বিসিক কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় বিসিক, উপজেলা প্রশাসন, ডিটিআইইডব্লিউটিপিসিএল, ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।
আদিলুর রহমান খান বলেন, সোমবার দুপুর পর্যন্ত সাভারের বিসিক চামড়া শিল্পনগরে ৩ লাখ ৭৮ হাজার পিস চামড়া প্রবেশ করেছে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে আরো সাড়ে ৭ লাখ পিস চামড়া।”
ত্রুটিপূর্ণ সিইটিপি নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, “এটির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রমও চলছে।”
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, “সিইটিপি’র ডিজাইন ত্রুটিপূর্ণ। যারা এটি করেছে তারা ভুল করেছে। এখন নতুন প্ল্যান্ট তৈরির সময় হয়েছে। সরকারও এটি চাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে একটি স্ট্যাডি করছে। বিশেষ করে ইতালির মতো অভিজ্ঞ দেশ দিয়ে একটি মানসম্মত সিইটিপি নির্মাণের বিষয়ে ভাবা হচ্ছে।”
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ জানান, ট্যানারি মালিকরা ইতোমধ্যে ৪ লাখ পিস চামড়া সংগ্রহ করেছেন। ঢাকায় এবার ৮-১০ লাখ পিস পশু কোরবানি হয়েছে বলেও জানান তিনি। কোরবানি কম হওয়ায় চামড়া সরবরাহ শতকরা ১০ ভাগ কম হবে।
তিনি বলেন, “লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদের অভাবে চামড়ার দরপতন ঘটছে। ট্যানারিগুলো এলডব্লিউজি সনদ না পাওয়ায় কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা পাচ্ছি না। সিইটিপি যদি এলডব্লিউজি স্ট্যান্ডার্ডে হয়, বা পরিবেশ অধিদপ্তর অনুমোদিত হয়, তাহলে চামড়ার দাম দ্বিগুণ করা সম্ভব।”
ঢাকা/সাব্বির/মাসুদ