গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে ঘিরে মেতে উঠেছিল ‘জাগুসা’
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

জাগুসা গ্রামে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা
গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে ঘিরে উৎসবে মেতে উঠেছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রাম।
সোমবার (৯ জুন) দিনভর জাগুসা গ্রামের পশ্চিম মাঠে চলে গ্রামীণ ঐতিহ্যের এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার আয়োজন। এইদিন সকাল থেকেই সাজ সাজ রব পড়ে এলাকাজুড়ে। প্রতিযোগিতাকে ঘিরে হাজারো মানুষ ভিড় করেন মাঠে। দর্শকদের উল্লাস আর গাড়োয়ানদের হাঁকডাকে মেতে ওঠে গোটা এলাকা।
প্রতিযোগিতার মূল মঞ্চ থেকে প্রায় এক কিলোমিটার দূরে সারি করে গরু ও গাড়ি নিয়ে প্রস্তুত ছিলেন গাড়োয়ানরা। বাঁশির শব্দে এক লাফে শুরু হয় প্রতিযোগিতা। গরুর গাড়ি নিয়ে ক্ষিপ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ছুটতে থাকেন গাড়োয়ানরা। একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টায় মুহূর্তেই জমে ওঠে মাঠ। দর্শকদের উল্লাসে মুখরিত হয় পুরো এলাকা।
প্রতিযোগিতা দেখতে এসেছিলেন পাশের কয়েকটি উপজেলার মানুষও। সকাল থেকে বিকেল পর্যন্ত উপভোগ করেন দৌড় প্রতিযোগিতা। আয়োজন ঘিরে বসে যায় মেলা। গ্রামীণ মেলায় ছিল মনোহরী, কসমেটিকসসহ নানা ধরনের খাবারের দোকান।
ঝিনাইদহ সদর থেকে আসা দর্শক মাজেদা খাতুন বলেন, ‘আমরা প্রতিবছর এই দৌড় দেখতে আসি। খুব ভালো লাগে। এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়।’
আরেক দর্শক আশিকুর রহমান বলেন, ‘আজকের দিনে এমন আয়োজন যুবসমাজকে মাদক আর মোবাইল গেমস থেকে দূরে রাখতে পারে। এমন আয়োজন আরো বাড়ানো উচিত।’
আয়োজক কমিটির সদস্য জাগুসা গ্রামের খোকন হোসেন বলেন, ‘এই আয়োজন শুধু বিনোদন নয়, গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখারও একটা মাধ্যম। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এসব দেখতে পায়, সেটাই চাওয়া।’
আয়োজকদের পক্ষ থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ‘এবারের প্রতিযোগিতায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও যশোরসহ বিভিন্ন জেলার ১৬টি গরুর গাড়ি অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যশোরের লেবুতলা গ্রামের মিনটু গাড়োয়াল।’
ঢাকা/শাহরিয়ার/টিপু