ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের আনন্দে প্রাণবন্ত কুয়াকাটা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১০ জুন ২০২৫  
ঈদের আনন্দে প্রাণবন্ত কুয়াকাটা

সৈকতের বালিয়াড়িতে সন্তানের সঙ্গে আনন্দে মেতেছেন এক বাবা

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে ১০ দিনের ছুটিতে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রূপ নিয়েছে উৎসবের মিলন মেলায়। ঈদের দ্বিতীয় দিন (৮ জুন) সকাল থেকেই বেড়েছে পর্যটকের উপস্থিতি। যা ঈদের চতুর্থদিনও অব্যাহত রয়েছে। ফলে দেশের অন্যতম এই পর্যটনকেন্দ্রটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায়, পর্যটকরা সৈকত জুড়ে আনন্দে মেতেছেন। তীব্র গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই সমুদ্রের নোনা জলে গা ভাসিয়েছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছিলেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের অনেকেই বিভিন্ন বাহনে চড়ে তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও কাঁকড়ার চরসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। 

আরো পড়ুন:

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল-মোটেলের রুম বুকিং আছে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা।

ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসা সোলায়মান-রাহিমা দম্পতি বলেন, “সূর্য উদয় দেখতে খুব সকালে গঙ্গামতি সৈকতে এসেছি। মেঘের কারণে সূর্য উদয়টা ঠিকভাবে দেখতে পারলাম না। তবে, এখানের বন এবং সমুদ্রের ঢেউ বেশ দারুন লেগেছে।” 

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসা সোহেল বলেন, “আমরা তিতুমীর কলেজে পড়ি। ঈদের ছুটি উপভোগে ৮ বন্ধু মিলে কুয়াকাটা এসেছি। এখানের পরিবেশ সবকিছু ভালোই লেগেছে। আমরা সমুদ্রে সাঁতার কেটে সময় উপভোগ করছি।” 

সৈকত সংলগ্ন কসমেটিকস ও আচার ব্যবসায়ী সুলতান আকন বলেন, “ঈদের দ্বিতীয় দিন অল্প কিছু পর্যটক আসেন। সে সময় আমাদের পণ্য বিক্রির পরিমাণ অনেকটা কম ছিল। তবে, তৃতীয় দিন থেকে পর্যটক বেড়েছে এবং বিক্রিও ভালো হচ্ছে। আশা করছি, আগের লোকসান কাটিয়ে উঠতে পারব।”

কুয়াকাটা টুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর তাপস চন্দ্র রায় বলেন, “বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আমাদের বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আমাদের টহল টিম এবং সাদা পোশাকের সদস্যরাও মাঠে নিয়োজিত রয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণে আমরা তৎপর রয়েছি।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়