ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১০ জুন ২০২৫   আপডেট: ১২:৪০, ১০ জুন ২০২৫
ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেপ্তার

কামাল হোসেন

রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৯ জুন) মধ্যরাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যব-৫।

আরো পড়ুন:

গ্রেপ্তার ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা। 

নিহত ব্যক্তির নাম ছাদেক আলী (৪৫)। তিনি ছাগল ব্যবসায়ী ছিলেন।

র‌্যাব জানায়, নিহত ছাদেক আলীর সঙ্গে সৎ ভাই কামালের দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে টানাপোড়েন চলছিল। গত ১৩ মে বিকেলে ছাদেক ব্যবসার কাজে বাঘা উপজেলার চন্ডীপুর বাজারে যেতে বাড়ি থেকে বের হন। বাড়িতে ফিরতে দেরি হলে ছাদেক তার স্ত্রীকে ফোনে জানান, তিনি কামালের বাড়িতে আছেন।

গত ১৪ মে দুপুরে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর মরদেহ উদ্ধার হয়। আগের দিন রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে কামাল ছাদেককে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং তার মরদেহ আমবাগানে ফেলে পালিয়ে যান।

র‌্যাব জানায়, এ ঘটনার নিহত ছাদেক আলীর স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব-৫ ছায়াতদন্ত শুরু করে। আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। ২৭ দিন পর গতকাল সোমবার মধ্যরাতে জেলার গোদাগাড়ী থেকে কামালকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। কামালকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। 

ঢাকা/কেয়া/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়