ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনাপোল চেকপোস্টে আটক গোপালগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১০ জুন ২০২৫   আপডেট: ১৫:৫০, ১০ জুন ২০২৫
বেনাপোল চেকপোস্টে আটক গোপালগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদক

জি এম শাহাবুদ্দিন আজম (মাঝে)

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আরো পড়ুন:

আটক জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃত-মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা  হয়। আজ সকাল ১১দিকে পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “ইমিগ্রেশনে আটক আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে। আটককৃতকে গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা করা হবে।” 

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়