ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

দিনাজপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১০ জুন ২০২৫  
দিনাজপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

সীমান্ত দিয়ে ৯ শিশু, ২ পুরুষ ও ২ নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে এই ১৩ জনকে ঠেলে দেয় বিএসএফ। 

এসময় সীমান্তের এনায়েতপুর বিওপি ক্যাম্পের বিজিবির টহল দল তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আজ (মঙ্গলবার) ভোররাতে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ৯ শিশু, ২ পুরুষ ও ২ নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এসময় এনায়েতপুর বিওপি ক্যাম্পের বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতরা প্রায় ১০ থেকে ১৫ বছর আগে দালালদের মাধ্যমে তারা ভারতে গমন করে। ৮ থেকে ১০ দিন আগে ঐ দেশের পুলিশ তাদের আটক করে এবং আজ বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়।

তিনি আরও জানান, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে তাদের ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন সংগ্রহ করে, যাছাই বাছাই শেষে আইনি ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হবে। 

ঢাকা/মোসলেম/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়