ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১০ জুন ২০২৫   আপডেট: ১৮:১০, ১০ জুন ২০২৫
ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ২ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, ভুক্তভোগী সাদেকুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আড়াইহাজার গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গোপালদী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।

অভিযুক্তরা হলেন- উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।

অভিযোগে সাদেকুর উল্লেখ করেছেন, গত ৪ জুন দুই পুলিশ সদস্য তার দোকানে আসেন। এসময় তারা দোকানে ঢুকে ওষুধ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করেন। একপর্যায়ে একটি কাগজ মোড়ানো প্যাকেট বের করেন। ওই প্যাকেটের ভেতর ৫০টির মতো ইয়াবা ছিল। পরে মাদক মামলার ভয় দেখিয়ে তার কাছে দেড় লাখ টাকা দাবি করেন তারা।

সাদেকুর দাবি করেন, ইয়াবা সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘‘অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত বরে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন বলেন, ‘‘বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে। তাদের সঙ্গে কথা বললে এ বিষয়ে জানতে পারবেন।’’

ঢাকা/অনিক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়