ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

কারাগারগুলোকে সংশোধনাগারে পরিণত করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১০ জুন ২০২৫   আপডেট: ১৯:০৩, ১০ জুন ২০২৫
কারাগারগুলোকে সংশোধনাগারে পরিণত করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘কারাগারগুলোকে আমরা সংশোধনাগারে পরিণত করতে চাই।’’

তিনি বলেন, ‘‘সংশোধন এমনভাবে করা হবে, যাতে বন্দিরা কাজের মাধ্যমে উপার্জন করতে পারে; পরিবারকে সহায়তা করতে পারে এবং কারামুক্তির পর একজন দক্ষ নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।’’

মঙ্গলবার (১০ জুন) দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘‘কারাগারে বন্দিদের খাবার নিয়ে কোনো অভিযোগ নেই। তাদের বরাদ্দ অনুযায়ী পাচ্ছে কিনা সেটা দেখার বিষয়। তাদের জন্য প্রোটিন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’’

এ সময় কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ কারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রেজাউল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়