লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার খাগাইল মোড় এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
সড়ক অবরোধের নেতৃত্বদানকারী খাগাইল গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, ‘‘গত কয়েকদিনের লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ লোকজন। সোমবার রাতে প্রচণ্ড গরমে খাগাইল গ্রামের এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।’’
এদিকে, অবরোধের সময় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। এতে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটক ও সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, ‘‘বিক্ষুব্ধ লোকজন ও পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়া হয়। এরপর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।’’
এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকা/নূর/রাজীব