ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) উপজেলার তুলাকান্দি গ্রামের বাদারবাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ১০ জনকে ভর্তি রাখেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘‘সকালে তুলাকান্দি ঈদগাহ মাঠে বাদারবাড়ি ও মুন্সিবাড়ির লোকজন ফুটবল খেলতে যায়। এসময় তুচ্ছ বিষয়ে তাদের মধ্য তর্কাতর্কি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/রুমন/রাজীব