সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বরগুনার পাথরঘাটায় সাপের কামড়ে লাল চাঁন (৬৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলা নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর এ ঘটনা ঘটে।
লাল চাঁন ওই ইউনিয়নের বাঁশতলা গ্রামের মৃত যোগেন্দ্র কর্মকারের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে সাপ ধরার পেশায় যুক্ত ছিলেন।
৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. গোলাম ছরোয়ার রুমি বলেন, ‘‘সকালে পার্শ্ববর্তী ওয়ার্ডের আনিসুর রহমান জুয়েলের বাড়িতে একটি বিষধর সাপ দেখতে পেয়ে লাল চাঁনকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে সাপটি লাল চাঁনকে কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘‘স্থানীয়দের উচিত ছিল বন বিভাগকে খবর দেওয়া। সাপুড়ের পরিবারকে সহায়তা করা হবে।’’
ঢাকা/ইমরান/রাজীব