যশোরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিএনপিকর্মী লিটন হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত লিটন হোসেন ওই গ্রামের আজগর আলীর ছেলে।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন নিহত লিটন হোসেন তাদের দলীয় কর্মী বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন রাতে তার বাড়ির পাশে বসেছিলেন। এ সময় প্রতিবেশী মমিনুর রহমানসহ কয়েকজন সন্ত্রাসী পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র নিয়ে লিটনের উপর হামলা চালায়। তারা লিটনকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, পূর্বশত্রুতার জের ধরে লিটনকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
গত ৭ জুন ঈদের দিন রাতে আব্দুল হাই নামে এক বিএনপিকর্মীকে বোমা মেরে হত্যা করা হয়।
ঢাকা/রিটন/বকুল