লামায় করোনা আক্রান্ত নারী শনাক্ত
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
বান্দরবানের লামা উপজেলায় সাদিয়া আক্তার (২৭) নামের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি লামা পৌরসভার নয়াপাড়া এলাকার মুজিবুর রহমানের মেয়ে।
মঙ্গলবার (১০ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: করোনার নতুন ঝুঁকি: জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
শারীরিক অসুস্থতা নিয়ে সাদিয়া আক্তার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নমুনা পরীক্ষা করলে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
আরো পড়ুন: করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩
সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার বাড়িতে প্রাথমিক পর্যায়ের সেবা নিশ্চিত করা হয়েছে।
ঢাকা/চাইমং/মাসুদ