ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমার নদে স্কুলছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১১ জুন ২০২৫  
কুমার নদে স্কুলছাত্রীর মৃত্যু

ফাইল ফটো

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদে ডুবে মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় সামিয়া আক্তার (১০) নামে অপর এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়।

বুধবার (১১ জুন) মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামে ঘটনাটি ঘটে। তারা সম্পর্কে খালাতো বোন।

আরো পড়ুন:

মারা যাওয়া মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। জীবিত উদ্ধার হওয়া সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। সে চতুর্থ শ্রেণির ছাত্রী। 

মারা যাওয়া মিমের খালু আজগর আলী ফকির বলেন, “আমার মেয়ের বিয়েতে যোগ দিতে পরিবারের সঙ্গে মিম ও সামিয়া লাখাইরচর গ্রামে আসে। আজ সকালে তারা দুইজন বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যায়। এসময় মিম পানিতে তলিয়ে যায়। মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়।”

তিনি বলেন, “দুইজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সামিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, “নদীতে গোসল করতে নামা দুই খালাতো বোনের মধ্যে একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।” 

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়