ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় মোটর শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১১ জুন ২০২৫  
কুষ্টিয়ায় মোটর শ্রমিকদের মারধরের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ 

কুষ্টিয়ায় অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়

কুষ্টিয়ায় তিন মোটর শ্রমিককে মারধরের প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা।

বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল বাইপাস চত্বরে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে। এসময় শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে দুপুর ৩টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের ঘোড়ার ঘাট এলাকায় মোটর শ্রমিক শহিদুল, খোয়াজ ও সাবুকে মারধর করে কিছু লোক। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মারধরের খবর জানতে পেরে অন্য শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। তারা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‍“বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়। পরে তারা মহাসড়ক থেকে সরে যান। যানচলাচল স্বাভাবিক আছে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়