ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ১১ জুন ২০২৫   আপডেট: ২১:৫৭, ১১ জুন ২০২৫
জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

মো. মাহিম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীর পানিতে ডুবে মো. মাহিম (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ জুন) দুপুর ৩টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আরো পড়ুন:

মারা যাওয়া মাহিম চট্টগ্রামের বায়োজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহিমসহ ৪০ জনের একটি টিম বাসে করে বুধবার সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন জাফলং জিরো পয়েন্টে পিয়াইন নদীতে গোসল করতে নামে। এসময় স্রোতের টানে মাহিম পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মারা যাওয়া মাহিমের দাদি সালমা বেগম বলেন, “মাহিম ও তার ছোটভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। মাহিমকে খুঁজে পাচ্ছিলাম না। পরে শুনি, মাহিম পানিতে পড়ে গেছে। আমার নাতিকে এখন হারিয়ে ফেলছি। আমি তার বাবা-মাকে কি জবাব দেব।”

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, “আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়