ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের মরদেহের পাশে রুপা-শাকিল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১২ জুন ২০২৫   আপডেট: ০৯:১১, ১২ জুন ২০২৫
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের মরদেহের পাশে রুপা-শাকিল

মাকে শেষ বিদায় জানাতে এসেছেন সাংবাদিক ফারজানা রুপা

প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো মাকে দেখলেন সাংবাদিক ফারজানা রুপা, দিলেন শেষ বিদায়।

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা বুধবার (১১ জুন) সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছান। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান।

বুধবার বাদ আছর বাড়িতে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দি শাকিল-রুপা দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপপরিদর্শক মো. আলাউদ্দিন।

তিনি বলেন, “একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।”

সাংবাদিক ফারজানা রুপার ভাগ্নে নবনীল সরকার বলেন, “তারা প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ আগস্ট এই সাংবাদিক দম্পত্তিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা/মিলন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়