জেলের জালে বিরল প্রজাতির ৪ টিয়া মাছ
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক (৪০) নামে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪টি টিয়া বা প্যারট মাছ।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে তিনি নিয়ে আসেন। এর আগে গতকাল বুধবার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় মাছগুলো ধরা পড়ে।
আবু সালেক চট্টগ্রামের বাঁশখালি থেকে আল্লাহর দোয়া-৪ নামে একটি ট্রলার নিয়ে ১৭ জেলেসহ সাগরে মাছ শিকারে গিয়েছিলেন। সেখানেই তিনি ৪টি টিয়ামাছ ধরেন। মাছের ওজন ৫ কেজি। ৫শ’ টাকা কেজি দরে মাছগুলো তিনি বিক্রি করেন।
স্থানীয়ভাবে মাছগুলোকে ‘টিয়া’ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। সবসময় এই মাছ ধরা পড়ে না। ফলে মাছগুলো নিয়ে আসার পর দেখার জন্য আড়তে ভিড় করে উৎসুক জনতা।
আবু সালেক বলেন, ‘‘ইলিশ এবং পোয়াসহ অন্যান্য মাছের সঙ্গে টিয়া মাছগুলো ধরা পড়েছে। এর আগে এ মাছ আমাদের জালে কখনো ধরা পরেনি। মাছগুলো পোয়া মাছের সঙ্গে নিলামে বিক্রি করেছি। কিনেছেন আব্দুল্লাহ। তিনি মাছগুলো আরো বেশি দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠাবেন।’’
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘মাছগুলো বাংলাদেশে দেখা যায় না। স্কারাস জুফার, যা প্যারট ফিশ নামে পরিচিত। এটি স্কারিডে পরিবারের সামুদ্রিক রশ্মি-পাখাযুক্ত মাছ। এ মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায়। জুফার প্রথম ১৯৯৫ সালে শনাক্ত করা হয়। এ প্রজাতির মাছ নীল-সবুজ রঙের এবং ৫২ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।’’
ইমরান//